আমাদের অনেকেরই ধারণা বডি পোশাক দিয়ে ঢেকে থাকে বলে সুরক্ষিত থাকে এবং তাতে যত্নের প্রয়োজন হয় না। কিন্তু ধারণাটি
সম্পূর্ণ ভুল। এটা ঠিক যে বডিতে সরাসরি সূর্যের আলো লাগে না। কিন্তু দিনের পর দিন নিজের বডির যত্ন না নিলে তাতে দেখা দিতে পারে অনেক ধরণের সমস্যা।
বডিতে কি ধরণের সমস্যা দেখা দিতে পারে :
ব্রণ মানেই ধরে নেয়া হয় এটি ফেইসে হবে আসলে না ব্রণ পিঠে, পেটে ও বডির যেকোনো স্থানেই হতে পারে৷ কারণ ঘাম ও বাইরের ধুলোবালি মিশে শরীরে প্রবেশ করে লোমকূপ বন্ধ করে দিতে পারে৷ সেইগুলো সঠিকভাবে পরিষ্কার করতে না পারলে ব্রণ ছাড়াও র্যাশ, ছোট ছোট দান, ইচিং, পিগমেন্টেশন, ইরিটেশন সহ নানা ধরণের সমস্যা হতে পারে৷
বডি পরিষ্কার রাখার উপায় :
বডি পরিষ্কারের কথা এলে অনেকের মনে হতে পারে সাবান কিংবা বডি ওয়াশ। আসলে বডির জন্য এসব যথেষ্ট নয় কারণ সাধারণ সাবান ব্যবহার করে ডেড সেলস কমানো সম্ভব না৷ বরং এতে বডি স্কিন আরো ড্রাই হয়ে যায়। তাই বডির প্রয়োজন বডি স্ক্রাব। তাই আপনার শাওয়ার রুটিনে রাখতে পারেন ” গার্নিস অরেঞ্জ বডি স্ক্রাব “। নাম শুনেই বোঝা যাচ্ছে এতে ব্যবহার করা হয়েছে কমলার নির্যাস৷ কমলার উপকারিতার কথা কারো অজানা নয়।
গার্নিস অরেঞ্জ বডি স্ক্রাব ব্যবহার করার ফলে স্কিন এক্সফোলিয়েট করে। আমরা নিজের বডিকে লক্ষ্য করে দেখব ফেইশের মতো বডিতেও তেল জমে থাকে। সেই জমে থাকা তেল ও ঘাম দূর করতে স্ক্রাবকের অনেক ভূমিকা রয়েছে৷ বডির ড্র্বাইনেস কমিয়ে ময়েশ্চারাইজড ও হাইড্রেটেড রাখে। স্ক্রাব করার সময় বডিতে হালকা ম্যাসাজ করতে হয়, আর ম্যাসাজের ফলে রক্ত চলাচল বাড়ে৷ নিয়মিত স্ক্রাবিং এর ফলে বডির কালো ছোপ ছোপ দাগ থাকলে তা কমে যায়৷ তাছাড়া গার্নিস অরেঞ্জ বডি স্ক্রাব এ রয়েছে কমলার নির্যাস। শাওয়ারের আগে বডি স্ক্রাব করে নিলে রিফ্রেশ অনুভূতি দিবে।
আমরা অনেকেই হয়তো জানি না আমাদের ফেইশে যেসব ধরণের সমস্যা হয় তার সবই আমাদের বডির অন্যান্য অংশে হতে পারে৷ তাই স্কিন কেয়ারে শুধু ফেইশকে প্রাধান্য না দিয়ে বডিকেও গুরুত্ব দিতে হবে তা না হলে বডির স্কিনে নানা ধরণের সমস্যা হতে পারে৷
ব্যবহার বিধি :
গার্নিস অরেঞ্জ বডি স্ক্রাবে এমন সব উপাদান ব্যবহার করা হয়েছে যা আপনি নিশ্চিতে ব্যবহার করতে পারবেন।
গোসলের আগে একটি স্পঞ্জে স্ক্রাবটি ঢেলে নিন। এরপর আলতো করে আপনার বডিতে ম্যাসাজ করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ম্যাসাজের মাধ্যমে আপনার লোমকূপে লুকিয়ে থাকা ময়লা বের হয়ে আসবে। যে কোনো স্বাভাবিক ত্বকে এটি ব্যবহার করা যাবে