মেছতা বা মেলাজমা স্কিনের একটি কমন সমস্যা। মেছতা হলে মুখে কালো কালো দাগ দেখা দেয়। শুধু মুখেই যে মেছতা হবে এমন না, হাতে কিংবা শরীরের অন্যান্য স্থানেও মেছতা হতে পারে৷
কপাল, নাক, মুখ, থুতনিতে হলে একে সেন্ট্রোফেসিয়াল বলে নাক ও গালে হলে ম্যালার এরিয়া ও শুধু থুতনিতে হলে এটিকে মেন্ডিবুলার মেছতা বলে। মেছতা যদি ত্বকের ওপরের স্তরে হয়, তখন তাকে এপিডার্মাল মেলাজমা ও ভেতরের স্তরে হলে ডার্মাল মেলাজমা বলে। দুই স্তরেই যদি হয়ে থাকে, তাহলে সেটাকে মিক্স মেলাজমা বলা হয়।
মেছতা হওয়ার কারণ :
১। আলট্রাভায়োলেট রশ্মি থেকে মেছতা হতে পারে
২। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরে বেড়ে গেলে মেছতা হতে পারে
৩৷ প্রেগন্যান্সির সময় মেছতা দেখা দিতে পারে
৪। থাইরয়েডে সমস্যা থাকলে
৫। স্কিনে ভুল প্রোডাক্ট ব্যবহার করলে
৬। কিছু মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে
৭। জেনেটিক কারণে
মেছতা দূর করতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ এটি আমাদের স্কিনকে আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা দেয়৷ বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন রি-এপ্লাই করতে হবে। স্কিনে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে সচেতন থাকতে হবে, প্রোডাক্টের কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে তা দেখে নিতে হবে৷ চিকিৎসকের শরণাপন্ন হয়ে হরমোনের সমস্যা আছে নাকি টেস্ট করে যে দেখতে হবে, যদি হরমোনে সমস্যা থেকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে৷ খাবারের সাথে মেছতার সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও প্রতিদিনের ডায়েটের প্রতি নজর দিতে হবে৷ ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ স্কিনের জন্য এইগুলো বেশ উপকারী।
নিয়ন্ত্রিত জীবন যাপনের পাশাপাশি সঠিক স্কিন কেয়ার করতে হবে। সেক্ষেত্রে বেছে নিতে পারেন ” গার্নিশ অ্যান্টি মেলাসমা টোনার “। টোনারের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। এটি আপনার স্কিনকে রিফ্রেশ রাখবে ও স্কিনের ভেতরে জমে থাকা তেল কমিয়ে দিবে। এই সিরামটিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন সি যেকোনো ধরনের স্কিন প্রব্লেম থেকে আমাদের রক্ষা করতে পারে। আমরা অনেকেই জানি না যে, অ্যালকোহল
যুক্ত টোনার আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। তাই গার্নিশ অ্যান্টি মেলাসমা টোনার সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত। কিছু প্রাকৃতিক উপাদান যা হাইপারপিগমেন্টেশন এবং মেলাজমা কমাতে সাহায্য করে তা এই টোনার মধ্যে রয়েছে। তবে যাদের মেলাজমা নেই তারাও কিন্তু এই টোনারটি ব্যবহার করতে পারে, এটি ব্যবহারের ফলে স্কিনের যেকোনো ধরনের পিগমেন্টেশন দূর হবে৷
ব্যবহারের নিয়ম :
প্রথমে একটি ক্লিনজার দিয়ে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মুখ শুকিয়ে নিয়ে গার্নিশ অ্যান্টি মেলাসমা টোনার তুলার মধ্যে নিয়ে মুখে আলতো করে অ্যাপ্লাই করুন। টোনার মুখে অ্যাপ্লাই করার পর মুখ শুকিয়ে নিন। ভালো ফলাফলের জন্য দিনে দু ‘বার ব্যবহার করুন।