বসন্ত ও ভালোবাসা দিবস যেন এখন একে অপরের সাথে মিলেমিশে আছে। শীতের মলিনতা ও বিষন্নতার পর বসন্ত মানুষের জীবনে নিয়ে আসে অনেক রঙের বাহার। বাহিরে কোকিলের ডাক ও গাছে গাছে নতুন পাতা প্রমাণ দেয় যে বসন্ত চলে এসেছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’- কবি সুভাষ মুখোপাধ্যায় এই লাইনটি যেন সবার মুখে মুখে থাকে। বসন্ত যেন ফুল ফোটার অপেক্ষায় থাকে না ঠিক নিজের মতো করে চলে আসে৷
কয়েক বছর ধরেই বসন্তকে ঘিরে থাকে বাঙালির অনেক আয়োজন তার সাথে আসে আবার ভালোবাসা দিবস এই দুইয়ের মিলবন্ধনে যেন চারিদিকে পড়ে যায় উৎসবের রেশ। তাই এইবারের আয়োজন কেমন করে ভালোবাসার রং ও বসন্তের রঙে নিজেকে সুন্দর করে সাজাবেন।
বসন্তের এই সময়টা কখনো ঠান্ডা লাগে কখনো আবার গরম। বিশেষ করে দিনের বেলা রোদের তীব্রতা টের পাওয়া যায় এবং রাতের বেলা আবার ঠান্ডা অনূভুতি হয়। তাই বসন্তের দিনে পোশাক নির্বাচনে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে সুতির পোশাক সবচেয়ে উপযোগী হবে৷ বসন্তের দিনের সাজে পোশাক হালকা রাখা উচিত এতে বাইরে ঘুরতে গেলে গরমে অস্বস্তি অনুভূতি হবে না। মেয়েদের ক্ষেত্রে সুতির শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজ, টপস বেছে নেওয়া যেতে পারে। জাঁকজমক ভারী পোশাক পরতে চাইলে তার সন্ধ্যার পর পড়া যেতে পারে। বসন্ত মানে এখন হলুদ কিংবা কমলা পরতে হবে এমন নিয়ম নেই। পোশাকের ক্ষেত্রে বেছে নেয়া যেতে পারেন নীল, আকাশী, সবুজ ইত্যাদি রং। আবার এই দিনটিতে যেহেতু ভালোবাসা দিবসও থাকে তাই এই দিনে পরা যেতে পারে পছন্দের লাল রঙের পোশাক।
দিনের মেকাআপেও হতে হবে ন্যাচারাল। তা না হলে রোদে মেকাআপ নষ্ট হয়ে যাবার সম্ভবনা থাকবে৷ দিনের মেকআপে চোখের মেকআপ হালকা রেখে ঠোঁট হাইলাইট করা যেতে পারে।
বেইজের ক্ষেত্রে ফাউন্ডেশন এড়িয়ে গিয়ে বিবি ক্রিম ব্যবহার করা যেতে পারে, আর ফাউন্ডেশন ব্যবহার করতে চাইলে তা যাতে একদম স্কিন টোনের সাথে মিল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷
মুখের স্পটস হাইড করতে ব্যবহার করুন কনসিলার, তবে সেসব স্থানে স্পটস আছে সেস্থানেই শুধু কনসিলার এপ্লাই করতে হবে৷ এরপর হালকা করে ব্লাশন এপ্লাই করা যেতে পারে৷ দিনের বেলা খুব ভারী আই মেকাআপ না করাই ভালো৷ ব্লাউন বা ন্যাচারাল শেইডের কোনো আইশ্যাডো দিয়ে নিন৷ যেহেতু ফাল্গুন বাঙালির উৎসব তাই কাজল ছাড়া বাঙালি সাজ অপূর্ণ। তাই চোখের সাজে চোখের নিচে মোটা করে কাজল একে নিন৷ তবেরাতে কালারফুল আইশ্যাডো ব্যবহার করে চোখ সাজানো যেতে পারে৷ চোখের সাজ ড্রামাটিক রাখলে লিপস্টিক ন্যাচারাল শেইডের রাখা উচিত৷ তবে সাজ দিনের হোক কিংবা রাতের মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপ লক করতে ভোলা যাবে না।