আর কয়েক মাসের মধ্যেই শীতের শুরু হবে। বদলে যাবে সবার পোশাক ও স্টাইল৷ কিন্তু আমরা কি জানি যে পোশাকের সাথে বদলে ফেলতে হবে আমাদের স্কিন কেয়ার রুটিন? শীতের সময় আবহাওয়ায় আদ্রতা থাকে না, ফলে খুব সহজেই আমাদের স্কিন ড্রাই হয়ে যায় ও স্কিনের সজীবতা হারিয়ে যায়। তাই সিজন বদলানোর সাথে সাথে বিশেষ নজর দিতে হবে আপনার স্কিন কেয়ার রুটিনে৷
সানস্ক্রিন :
কিছুদিন পর যখন তাপমাত্রা কমে গিয়ে সব কিছু কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে তখনি অনেকে সানস্ক্রিন দেয়া বন্ধ করে দিবে। কিন্তু সিজন যাই হোক সানস্ক্রিন ব্যবহারে কোনো অবহেলা করা যাবে না।
দীর্ঘদিন সানস্ক্রিন ব্যবহার না করলে খুব সহজেই স্কিনে বলিরেখা পরে যেতে পারে এছাড়া মেছতার মতো অনেক স্কিন প্রব্লেম দেখা দিবে। তাই সিজন বদলে গেলেও আপনার সানস্ক্রিন দেয়া যাতে বন্ধ না হয়।
মশ্চারাইজার :
স্কিন কেয়ারের কথা আসবে আর মশ্চারাইজারের কথা আসবে না তা তো সম্ভব না। সানস্ক্রিনের মতো এটিও একটি অপরিহার্য উপাদান৷ আর শীতে তো মশ্চারাইজারের প্রয়োজন আরো অনেক বেশি বেড়ে যায়। মশ্চারাইজার আমাদের স্কিনকে আদ্রতা দেয় ও কোমল রাখে। এটি আমাদের স্কিনকে ভেতর থেকে সুস্থ রাখে। শীতের সময় আমাদের স্কিন সজীবতা হারায় আর মশ্চারাইজার আমাদের স্কিনকে আবার সজীব করে তুলতে পারে। মশ্চারাইজার আমাদের স্কিনকে হাইড্রেটেডও রাখে। তাই শীতের সময় যতবার পানির সংস্পর্শে যাওয়া হবে ঠিক ততবারই মশ্চারাইজার ব্যবহার করতে হবে৷
ক্লিনজার :
স্কিনকে পরিষ্কার রাখা খুব জরুরি৷ এই সময়টা বাতাসে খুব ধুলোবালি থাকে যা খুব সহজেই আমাদের ফেইশের লোমকূপের মধ্যে গিয়ে আটকে যায়। এর ফলে ব্রণ ও ব্ল্যাকহেডসের মতো সমস্যা হতে পারে। তাই স্কিন টাইপ বুঝে প্রতিদিন ক্লেনজিং করতে হবে। শীতের সময় অনেকেই স্কিন ক্লেনজিং করা ছেড়ে দেয় কারন ভুল ধারনা রয়েছে যে ক্লেনজিং শুধু তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু আসলে তা নয় সকল ঋতুতেই স্কিন ক্লিন রাখার জন্য ক্লেনজিং জরুরি। মেকাআপ রিমুভ করার পর ডাবল ক্লেনজিং করতে হবে। এতে ফেইশে কোনো মেকাআপ থাকলে খুব সহজে তা পরিষ্কার হয়ে যাবে।
[ux_products columns=”3″ ids=”742,692,404″]মেকাআপ প্রোডাক্ট বদলে ফেলুন :
অনেকে সব ঋতুতে একই ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে যা স্কিনের জন্য ক্ষতিকর স্কিন কেয়ারের পাশাপাশি মেকাআপ প্রোডাক্টও বদলে ফেলতে হবে। তা না হলে শীতের সময় মেকাআপ করলে ঠিকমতো বসতে চাইবে না ও মেকাআপ উঠে আসবে৷ তাছাড়া হাইজিনের কথা চিন্তা করলে দীর্ঘদিন এক মেকআপ প্রোডাক্ট ইউজ করা উচিত নয়। তাই আবহাওয়া ও স্কিন টাইপ বুঝে আপনার মেকাআপ প্রোডাক্ট বদলে ফেলুন।
হাইড্রেটেড থাকা :
গরমে ঘাম কম হয় বলে অনেকে তেমন পানি খায় না কিন্তু শরীরের সব সিজনেই তার চাহিদা অনুযায়ী পানি প্রয়োজন। তাই প্রতিদিন চাহিদা অনুযায়ী পানি পান করতে হবে, কারন পানি শুন্যতা দেখা দিলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে৷ পানি ছাড়াও লেবুর শরবত, ফ্রেশ জুস ইত্যাদি তরল জাতীয় খাবার খেতে হবে