Skip to content
TRUSTED BY THOUSANDS☺️
NO ANIMAL TESTING🐰
PREMIUM INGREDIENTS💲
PARABEN FREE🌿
Skin Care Not Working? 5 Reasons Why and How to Fix It

স্কিন কেয়ার কাজ করছে না? আপনার রুটিনে কি এই ভুলগুলো হচ্ছে?

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বকটা খুঁটিয়ে দেখা আমাদের অনেকেরই প্রতিদিনের অভ্যাস। কিন্তু যখন দেখেন সপ্তাহ পার হয়ে মাস হয়ে যাচ্ছে, অথচ স্কিন কেয়ারে কোনো উন্নতি নেই—তখন হতাশ হওয়াটাই স্বাভাবিক। মনে মনে হয়তো ভাবছেন, "এত নিয়ম মেনে চলছি, তবুও কেন কাজ হচ্ছে না?"

স্কিন কেয়ার মানে শুধু কিছু দামী প্রোডাক্ট মুখে মাখা নয়, বরং ত্বকের ভাষা বুঝতে পারা। চলুন আজ জেনে নিই কেন আপনার বর্তমান রুটিন কাজ করছে না এবং কীভাবে আপনি এর সমাধান পেতে পারেন।

আপনি কি সঠিক উপাদানের ওপর ভরসা করছেন?

অনেকেরই স্কিন কেয়ার কাজ না করার প্রধান কারণ হলো ত্বকের সমস্যা অনুযায়ী সঠিক 'অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট' বেছে না নেওয়া। আপনার যদি ওপেন পোরস, অতিরিক্ত তেলতেলে ভাব বা ব্রণের দাগের সমস্যা থাকে, তবে সাধারণ ময়েশ্চারাইজার যথেষ্ট নয়।

এখানেই প্রয়োজন Niacinamide। আমাদের Guerniss Niacinamide 5% Serum বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা ত্বকের টেক্সচার ঠিক করতে এবং উজ্জ্বলতা ফেরাতে চান। ৫% কনসেন্ট্রেশন হওয়ার কারণে এটি সব ধরনের স্কিন এমনকি সেনসিটিভ স্কিনের জন্যও একদম সেফ।

ধৈর্য হারিয়ে ফেলছেন কি?

আমরা সবাই চাই রাতারাতি ম্যাজিক দেখতে। কিন্তু সত্যিটা হলো, আপনার স্কিন কোনো ল্যাবরেটরি নয়। যেকোনো নতুন প্রোডাক্টের রেজাল্ট বুঝতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় দিতে হয়। আমাদের ত্বকের কোষগুলো পুনর্গঠিত হতে সময় নেয়, তাই ধৈর্য ধরে রুটিন ফলো করা খুব জরুরি।

সানস্ক্রিন কি ব্যবহার করছেন?

এটি সবচেয়ে বড় ভুল। আপনি রাতে যত ভালো ট্রিটমেন্টই করুন না কেন, দিনের বেলা যদি সানস্ক্রিন না লাগান, তবে সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার সমস্ত কষ্ট নষ্ট করে দেবে। 

প্রোডাক্ট ব্যবহারের ভুল ক্রম

আপনি আগে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর কি সিরাম ব্যবহার করছেন? তবে কিন্তু কাজ হবে না। নিয়ম হলো—সবচেয়ে পাতলা টেক্সচারের প্রোডাক্টটি (যেমন- সিরাম) আগে লাগানো এবং ঘন টেক্সচারের প্রোডাক্টটি (যেমন- ময়েশ্চারাইজার) সবার শেষে। সঠিক ক্রমে না লাগালে সিরামটি ত্বকের গভীরে পৌঁছাতেই পারে না।

অতিরিক্ত এক্সফোলিয়েশন (Over-Exfoliation)

ত্বক পরিষ্কার রাখা ভালো, কিন্তু অতিরিক্ত স্ক্রাবিং বা কেমিক্যাল পিল ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর বা Skin Barrier ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বক উল্টো রুক্ষ হয়ে যায় এবং সেনসিটিভিটি বেড়ে যায়। সপ্তাহে ১-২ বারের বেশি এক্সফোলিয়েট করবেন না।

সমাধান কী?

মেকআপ দিয়ে দাগ লুকানো সাময়িক সমাধান হতে পারে, কিন্তু ভেতর থেকে ত্বককে সুস্থ রাখাই হলো আসল সৌন্দর্য। আজ থেকেই আপনার রুটিনে Guerniss Niacinamide 5% Serum যোগ করুন এবং নিয়ম মেনে স্কিন কেয়ার করুন। 

মনে রাখবেন, সুস্থ ত্বকের রহস্য হলো সঠিক প্রোডাক্ট এবং অটুট ধৈর্য।