Skip to content
Double Cleansing – Is It Necessary or Just a Trend?

ডাবল ক্লিনজিং – আসলেই দরকারি, নাকি শুধু ট্রেন্ড?

“ডাবল ক্লিনজিং” শব্দটা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিউটি ব্লগ—সব জায়গায় শোনা যাচ্ছে। কিন্তু এটা কি শুধু নতুন ট্রেন্ড, নাকি সত্যিই ত্বকের জন্য উপকারী? চলুন জানি এর আসল রহস্য। 

ডাবল ক্লিনজিং কী? 

ডাবল ক্লিনজিং মানে হলো দুই ধাপে মুখ পরিষ্কার করা

  1. প্রথম ক্লিনজার (অয়েল-বেসড): মেকআপ, সানস্ক্রিন, অতিরিক্ত তেল এবং ময়লা পরিষ্কার করে। 

  1. দ্বিতীয় ক্লিনজার (ওয়াটার/ফোম-বেসড): গভীরভাবে ত্বক পরিষ্কার করে ঘাম, ধুলোবালি ও বাকি ময়লা দূর করে। 

এটা অনেকটা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ার পর মোছার মতো—দুই ধাপেই ত্বক পুরোপুরি ফ্রেশ হয়। 

ডাবল ক্লিনজিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বুঝতে আপনি Healthline-এর এই গাইডটি দেখে নিতে পারেন।

কেন ডাবল ক্লিনজিং করবেন? 

  • মেকআপ ও সানস্ক্রিন ভালোভাবে রিমুভ হয় 

  • ব্রণ কমাতে সাহায্য করে, কারণ রোমকূপ পরিষ্কার থাকে 

  • টোনার, সিরাম ও ক্রিম ভালোভাবে শোষণ হয় 

  • অয়েলি ও কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট, কারণ ব্যালেন্স রাখে 

সবার জন্য কি দরকার? 

যাদের মেকআপ বা সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস আছে – তাদের জন্য ডেইলি বেস্ট।
খুব ড্রাই বা সেনসিটিভ স্কিনে – সপ্তাহে ৩-৪ বার করলেই যথেষ্ট। 

Guerniss দিয়ে কিভাবে করবেন ডাবল ক্লিনজিং? 

  1. স্টেপ ১: আগে ব্যবহার করুন Guerniss Anti-Melasma Cleanser – মেকআপ ও সানস্ক্রিন গলিয়ে ফেলে। 

  1. স্টেপ ২: এরপর ব্যবহার করুন Guerniss Vitamin E Facewash – ত্বক ফ্রেশ, মসৃণ ও পুষ্ট রাখবে। 

রেজাল্ট? ত্বক হবে সত্যিকার অর্থে ক্লিন, সফট আর রেডি ফর স্কিনকেয়ার। 

যেসব ভুল এড়িয়ে চলবেন 

  • দিনে ২ বারের বেশি ডাবল ক্লিনজিং করবেন না 

  • খুব হার্শ সাবান ব্যবহার করবেন না 

  • ক্লিনজিং-এর পর ময়েশ্চারাইজার স্কিপ করবেন না 

ডাবল ক্লিনজিং শুধু ট্রেন্ড নয়, বরং এটা একটা প্রুভেন স্কিনকেয়ার রিচ্যুয়াল যা ত্বককে রাখে গভীরভাবে পরিষ্কার ও সুস্থ। 

 

Previous Post Next Post