Skip to content
Hyaluronic Acid Explained: Why Your Skin Needs a Hydration Boost

হায়ালুরোনিক অ্যাসিড: কেন আপনার ত্বকের দরকার হাইড্রেশন বুস্ট

কখনো কি মনে হয়েছে ময়েশ্চারাইজার ব্যবহার করার পরও ত্বক শুকনো, টানটান বা ফ্লেকি লাগে?

এর কারণ হতে পারে ত্বকে পর্যাপ্ত হাইড্রেশন ঘাটতি। আর সেই সমস্যার সমাধান হলো এক জাদুকরী উপাদান  Hyaluronic Acid (HA)। একে বলা হয় “moisture magnet”, কারণ এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। 

হায়ালুরোনিক অ্যাসিড কী? 

“অ্যাসিড” নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। Hyaluronic Acid আসলে একটি প্রাকৃতিক শর্করা অণু, যা আমাদের ত্বকেই আগে থেকে থাকে। এর সবচেয়ে বড় গুণ হলো—এটি নিজের ওজনের প্রায় ১০০০ গুণ পর্যন্ত পানি ধরে রাখতে পারে। মানে এটি ত্বকের জন্য স্পঞ্জের মতো কাজ করে।  

হায়ালুরোনিক অ্যাসিডের উপকারিতা 

  • গভীর ময়েশ্চারাইজেশন: ত্বককে নরম, টানটান ও স্মুথ রাখে। 

  • এন্টি-এজিং: পানিশূন্যতার কারণে হওয়া ফাইন লাইন ও রিঙ্কেল কমায়। 

  • স্কিন ব্যারিয়ার শক্ত করে: দূষণ বা আবহাওয়ার ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। 

  • ইন্সট্যান্ট গ্লো: ত্বকে সতেজ ও উজ্জ্বল লুক এনে দেয়। 

  • সব ধরনের ত্বকের জন্য সেফ: সেনসিটিভ, ড্রাই বা অয়েলি—সবাই ব্যবহার করতে পারে। 

  কারা ব্যবহার করবেন? 

 যাদের— 

  • ত্বক ড্রাই বা ফ্লেকি 

  • মুখে উজ্জ্বলতা নেই, ক্লান্ত লাগে 

  • অল্প বয়সেই ফাইন লাইন শুরু হয়েছে 

  • আবহাওয়া, এসি বা দূষণের কারণে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায় 

  কিভাবে ব্যবহার করবেন স্কিনকেয়ারে 

  1. ক্লিনজ: প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন (যেমন Guerniss Vitamin E Facewash)। 

  1. HA সিরাম/ক্রিম: হালকা ভেজা মুখে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম বা ক্রিম লাগান। 

  1. ময়েশ্চারাইজার দিয়ে লক করুন: সবসময় এর পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যেমন Guerniss A Retinol Vitamin E Brightening & Anti-Aging Night Cream। 

  1. দিনে: সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। 


যেসব ভুল এড়িয়ে চলবেন 

  • পুরো শুকনো মুখে HA লাগানো (এতে উল্টো ত্বক শুষ্ক হতে পারে)। 

  • ময়েশ্চারাইজার ছাড়া ব্যবহার করা (হাইড্রেশন ধরে রাখতে লক করা জরুরি)। 

  • একসাথে খুব বেশি এক্সফোলিয়েটিং প্রোডাক্টের সঙ্গে ব্যবহার করা (অল্টারনেট দিন ব্যবহার ভালো)। 

Hyaluronic Acid কোনো ট্রেন্ড নয়—এটি আসলেই ত্বকের জন্য প্রয়োজনীয় হাইড্রেশন হিরো। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে টানটান, উজ্জ্বল ও স্বাস্থ্যকর। 

Guerniss সাজেশন: হাইড্রেটিং ফেসওয়াশ, HA সিরাম/ক্রিম এবং সানস্ক্রিনের কম্বিনেশন ব্যবহার করুন—এটাই হবে আপনার স্কিনের জন্য পারফেক্ট হাইড্রেশন বুস্ট।